বেড়তলা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়টি ৮০ শতক জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে একটি চারতলা ভবন, একটি একতলা ভবন ও একটি আধাপাকা ভবন রয়েছে। ভবন সমূহে ১৭ টি শ্রেনীকক্ষ, ১টি প্রতিষ্ঠান প্রধানের কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ১ টি অফিস কক্ষ, ১টি গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার, ১ টি নামাজ কক্ষ ও ১টি ্ডিজিটাল ল্যাব আছে। ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও পর্যাপ্ত ওয়াসরুমসহ সাপ্লাই পানির ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের খেলাধূলা করার জন্য একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। অত্র এলাকার জনসাধারণ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরণের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং জনহিতৈশী ব্যক্তিবর্গের শতস্ফুর্ত সহযোগীতায় বিদ্যালয়টি প্রথমে নিম্ন-মাধ্যমিক ও পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে নতুন কারীকুলামে শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে Computer Lab রয়েছে। প্রতি বছর S.S.C পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে।বর্তমান প্রধান শিক্ষক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরুপ ফল করে আসছে।বর্তমানে বিদ্যালয়টি সরাইল উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত।